বাংলাদেশ ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে জানান, বুধবার দুপুর ১টা ৩৪ মিনিটে বাংলাদেশ ব্যাংকের মূল ভবন সংলগ্ন কেন্টিনের কাছে কাগজের স্তুপে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।