গ্লোবাল ইনক্লুসন অ্যাওয়ার্ড- ২০১৭ অর্জন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকসহ ৩ প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্লোবাল মানি উইক অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছে বাংলাদেশ। ১৯টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশ এই পুরস্কার জিতেছে।
সম্প্রতি জার্মানির বার্লিনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এই পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার পাওয়া অন্য দুই প্রতিষ্ঠান হচ্ছে- বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জবসবিডি।
প্রসঙ্গত, জি-২০ এর জার্মান প্রেসিডেন্সির সহায়তায় চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফাইন্যান্স ইন্টারন্যাশনাল (সিওয়াইএফআই) ২০১২ সাল থেকে একাধিক ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে আসছে।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিশু ও তরুণদের আর্থিক সেবার সুযোগ দান, তাদের অর্থনৈতিক অধিকারের সচেতনতা বৃদ্ধি, সম্পদ গঠনে তাদের ক্ষমতায়ন, ভবিষ্যতে তাদের বিনিয়োগ এবং দারিদ্র্য চক্র থেকে তাদের বেরিয়ে আসতে কাজ করে সিওয়াইএফআই।
আজকের বাজার: আরআর/ ০৪ মে ২০১৭