বাংলাদেশ ব্যাংকের মো. আজিজুর রহমান এবং এ কে এম ফজলুর রহমান নির্বাহী পরিচালক (ইডি) হিসাবে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি তাঁদের পদোন্নতি দেয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. আজিজুর রহমানকে গত ১ জানুয়ারি নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে।
সেদিনই বাংলাদেশ ব্যাংকের অপর মহাব্যবস্থাপক এ কে এম ফজলুর রহমানও নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়।
আজকের বাজার:এসএস/৩জানুয়ারি ২০১৮