বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের উপমহাব্যবস্থাপক জনাব মোঃ সিরাজুল ইসলাম। গত ৩০ ডিসেম্বর, ২০১৯ তারিখে বাংলাদেশ ব্যাংকের এক অফিস নির্দেশে তাঁকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করা হয়। জনাব সিরাজ কুষ্টিয়া জেলার খোকসা থানার আজইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গনিত এ অনার্সসহ ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্যাডিজ ডিপার্টমেন্ট হতে মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্ট্যাডিজ(এমডিএস) ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করে ব্যাংক পরিদর্শন বিভাগ-১, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, এন্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি যুক্তরাস্ট্র, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, তুরস্ক, বাহরাইন, দক্ষিন কোরিয়া, হংকং, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, নেপালসহ বিভিন্ন দেশ ভ্রমন করেন।