বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির আলোচিত ঘটনায় ফিলিপাইনের রিজল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) সাবেক ম্যানেজার মায়া সান্তোস-দেগিতো দোষী সাব্যস্ত হয়েছেন।
বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন ফিলিপাইনের একটি আঞ্চলিক আদালত।
সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, প্রতিটি ধারায় আরসিবিসি সাবেক ম্যানেজার দেগিতোকে ৪-৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০৩ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেডারেল) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরি হয়।
এর কয়েক মাসের মধ্যেই শ্রীলঙ্কা ও ফিলিপাইনে যাওয়া অর্থ ফেরত আনা সম্ভব হয়। অর্থচুরির ঘটনায় সেসময় আরসিবিসি’র ম্যানেজার দেগিতোসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়।
দীর্ঘ তিন বছরের আইনী প্রক্রিয়া শেষে দেগিতোকে প্রথম দোষী সাব্যস্ত করে সাজা দেয়া হলো। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ