বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তি অনুসারে ‘সহকারী পরিচালক’ (প্রকৌশল-যান্ত্রিক) ও সহকারী পরিচালক’ (প্রকৌশল-পূর) পদে  এই নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সহকারী পরিচালক (প্রকৌশল-যান্ত্রিক) পদের জন্য আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস হতে হবে। এই পদে মোট ৯জনকে নিয়োগ দেওয়া হবে।

আর সহকারী পরিচালক (প্রকৌশল-পূর)  পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। এই পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪টি পদ মুক্তিযোদ্ধা কোটার জন্য সংরক্ষিত থাকবে।

বিজ্ঞপ্তি অনুসারে উভয় পদের জন্য বেতন দেওয়া হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের  https://erecruitment.bb.org.bd/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে।

আবেদন করা যাবে আগামী ১৯ এপ্রিল ২০১৮ তারিখ পর্যন্ত।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন…

রাসেল/