বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মোঃ সাইফুজ্জামানসহ তাঁর দুই কন্যার মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকার উদ্যোগে রবিবার শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান ও আহমেদ জামাল, ব্যাংকিং রিফর্মস অ্যাডভাইজার এস.কে. সুর চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। কাউন্সিল সভাপতি এইচ এম দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকীর উপস্থাপনায় সভায় নিহত সাইফুজ্জামানের বিভিন্ন পর্যায়ের সহকর্মীগণ স্মৃতিচারণমূলক বক্তব্যে গভীর শোক প্রকাশ করেন এবং আহত সাইফুজ্জামানের স্ত্রী ও পুত্রের সুস্থতা কামনা করেন। বক্তারা দুর্ঘটনার জন্য দায়ী ঘাতক লরীর চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান।