শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত নিদাহাস ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল আজ। বাংলাদেশ-ভারত শিরোপা লড়াইয়ের এ ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।
অনেক হিসেব মেলানোর এই ম্যাচে জয়ের জন্য মুখিয়ে রয়েছে টাইগাররা। টি-২০ তে ভারতের সাথে ৭ বার দেখা হলেও জয়ের মুখ দেখতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে টেস্ট মর্যাদা পাওয়ার পর দ্বিপক্ষীয় সিরিজের বাইরে কখনো কোনো প্রতিযোগিতার শিরোপাও জিততে পারেনি টাইগাররা। তাই আজ জিতলে খুলে যাবে ফাইনালের গেরোও।
এর আগে এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজ মিলিয়ে যতবারই ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রতিবারই পুড়তে হয়েছে স্বপ্নভঙ্গের হতাশায়। ঢাকায় ২০১৬ এশিয়া কাপের ফাইনালে এই ভারতই ছিল বাংলাদেশের ঘাতক। ওই বছরই বাঙ্গালোরে টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের কাছে এক রানের সেই অবিশ্বাস্য হারের দুঃস্মৃতি আজও তাড়া করে টাইগারদের।
আশার কথা হল, সিরিজে নিজেদের আগের ম্যাচেই স্নায়ুচাপের সবচেয়ে বড় পরীক্ষায় উতরে গেছে বাংলাদেশ। শুক্রবারের টানটান উত্তেজনার সেই ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালের এই টিকিট পেয়েছে টাইগাররা।
মানসিক বাধার দেয়াল গুঁড়িয়ে যাওয়ায় আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই টাইগাররা আজ বাংলাদেশের ক্রিকেটীয় গৌরবগাথায় আরেকটি নতুন অধ্যায় যুক্ত করার মিশনে নামবেন।
আজকেরবাজার/এস