বাংলাদেশ, মায়ানমার ও ইরাক ভ্রমণ করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

ফাইল ছবি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবরুদ্ধ সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণে এই মাসে বাংলাদেশ ও মায়ানমার ভ্রমণে আসবে। এ সময় তারা ইরাকেও যাবেন বলে জানা যায়। ইউএনবি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পেরুতে জাতিসংঘের দূত গুস্টাভো মেজা-কুয়াড্রা এপ্রিল মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হন। তিনি সোমবার সাংবাদিকদের বলেন, পৃথক দুইটি ভ্রমণের বিস্তারিত ও সময় এখনো নির্দিষ্ট হয়নি। এই বিষয়ে কাজ চলছে।

তিনি বলেন, পরিষদের সদস্যরা মায়ানমারের রাখাইন রাজ্যে ভ্রমণে যাবেন বলে আশা করা যায়। বাংলাদেশে পালিয়ে যাওয়ার আগে ৭ লাখ রোহিঙ্গা এই রাজ্যে বসবাস করতো এবং এখনও হাজারো রোহিঙ্গা সেখানে রয়েছেন।

মেজা-কুয়াড্রা বলেন, দেশের পুনর্গঠন ও স্বীকৃতির জন্য ইরাকের আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন।

মে মাসে ইরাকের নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

একেএ/আরএম