আগামী ১৫-১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী খ শোয়ে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে।বাংলাদেশের পক্ষে এ বৈঠকে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন, ইয়াবার মতো মাদকদ্রব্য চোরাচালান বন্ধ ও সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে।
অন্যদিকে মিয়ানমারের পক্ষ থেকে এর আগে দেয়া তালিকা অনুযায়ী আরাকান সালভেশন আর্মি বা আরসা’র সদস্যদের বাংলাদেশ থেকে আটক ও হস্তান্তরের বিষয়টি উত্থাপন করতে পারে।
আজকের বাজার:এসএস/৪ফেব্রুয়ারি ২০১৮