বাংলাদেশ-মিয়ানমার বৈঠক শুরু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে বৈঠকে বসেছে বাংলাদেশ ও মিয়ানমার।  মঙ্গলবার ১৯ডিসেম্বর  সকাল সাড়ে ৮টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় শুরু হয়েছে বৈঠক।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। আর মিয়ানমারের ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব মিন্ট থো।

মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল  সোমবার ১৮ডিসেম্বর  সন্ধ্যায় ঢাকায় পৌঁছান।

এ বৈঠকেই গঠন করা হবে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার মুখে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া ও পদ্ধতি নির্ধারণ করবে এই গ্রুপ।

গত ২৩ নভেম্বর মিয়ানমারে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়। সে অনুযায়ী তিন সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হওয়ার কথা রয়েছে। যৌথ ওয়ার্কিং গ্রুপ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া তদারকি করবে।

এই যৌথ ওয়ার্কিং গ্রুপে যুক্ত হতে পারেন দুই দেশের ১২ জন করে মোট ২৪ পদস্থ কর্মকর্তা। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন স্বরাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, আর্মড ফোর্সেস ডিভিশন, ডিজিএফআই, এনএসআই, বিজিবি, কক্সবাজার প্রশাসক, মিয়ানমারে বাংলাদেশ মিশনের প্রতিনিধিরা।

যৌথ ওয়ার্কিং গ্রুপের ম্যান্ডেট সম্পর্কে অ্যারেঞ্জমেন্টে উল্লেখ রয়েছে। রোহিঙ্গা ফেরত পাঠাতে কোনো সমস্যা হলে যৌথ ওয়ার্কিং গ্রুপ দেখা করবে। তারা এসব সমস্যার নিষ্পত্তি করবে।

রোহিঙ্গাদের কী নামে ডাকা হবে, এ নিয়ে কিছু ক্ষেত্রে মতপার্থক্য দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের অবস্থান হলো, দুই দেশের সই হওয়া চুক্তিতে রোহিঙ্গাদের বাস্তুচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠী বলা হয়েছে। ফলে এটাই হবে তাদের পরিচয়।

জানা গেছে, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কৌশল নির্ধারণে অতীতের অভিজ্ঞতা, তাদের প্রত্যাবাসন কীভাবে হবে, তাদের কোথায় রাখা হবে, তাদের কী ধরনের মর্যাদা দেয়া হবে- এসব উল্লেখ থাকবে।

মিয়ানমারের অবস্থান হল, রোহিঙ্গাদের  নিয়ে যাবে। কিন্তু বাংলাদেশের অবস্থান হল প্রত্যাবাসন প্লাস। অর্থাৎ রোহিঙ্গাদের ফিরিয়ে  নেয়ার পর তাদের নিরাপত্তা কী হবে, তাদের নাগরিকত্বসহ অপরাপর মর্যাদা দেয়া হবে কিভাবে, তার সবই স্পষ্টত জানতে চাইবে বাংলাদেশ।

আজকের বাজার:এসএস/১৯ডিসেম্বর ২০১৭