বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি আজ পরিত্যক্ত হয়ে গেছে। বৃষ্টির কারণে টস করাই সম্ভব হয়নি। তবে এ ম্যাচটি আগামীকাল নতুনভাবে অনুষ্ঠিত হবে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশের যুবারা। গত রোববার বার্ট সাটক্লিফ ওভাল মাঠে নিউজিল্যান্ড দলকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করে ৪৮ ওভারে ১৭৬ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে অধিনায়ক আকবর আলির অনবদ্য ৬৫ রানে জয় তুলে নেয় কিউইরা। তখনো ম্যাচের ৬৮ বল বাকী ছিলো।
মূল লড়াইয়ে নামার আগে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ১৪৬ রানের বড় ব্যবধানে ক্যান্টাবুরি আমন্ত্রণ একাদশকে হারিয়েছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আজকের বাজার/লুৎফর রহমান