বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি

আগামী বছরের শুরুতেই জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আট বছর পর ত্রিদেশীয় সিরিজের আয়োজক বাংলাদেশ। ২০১০ সালে বাংলাদেশ সবশেষ ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে।
এবার ১৫ জানুয়ারি বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। মূল ম্যাচে মাঠে নামার আগে জিম্বাবুয়ে দল বিসিবি একাদশের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকায় আসবে ১০ জানুয়ারি।
শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে। লঙ্কানরা ঢাকায় আসবে ১৩ জানুয়ারি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ১৯ জানুয়ারি, দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি। জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলার পর আবার ২৩ জানুয়ারি স্প্রিং বকদের মুখোমুখি হবে বাংলাদেশ। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচ ২১ জানুয়ারি।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ ২৭ জানুয়ারি। দিবারাত্রির সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
একনজরে দেখেনিন বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি :
১৩ জানুয়ারিঃ বিসিবি একাদশ-জিম্বাবুয়ে একাদশ, প্রস্তুতি ম্যাচ (বিকেএসপি-৪)
১৫ জানুয়ারিঃ বাংলাদেশ-জিম্বাবুয়ে
১৭ জানুয়ারিঃ শ্রীলংকা-জিম্বাবুয়ে
১৯ জানুয়ারিঃ বাংলাদেশ-শ্রীলংকা
২১ জানুয়ারিঃ শ্রীলংকা-জিম্বাবুয়ে
২৩ জানুয়ারিঃ বাংলাদেশ-জিম্বাবুয়ে
২৫ জানুয়ারিঃ বাংলাদেশ-শ্রীলংকা
২৭ জানুয়ারিঃ ফাইনাল
* সব ম্যাচ মিরপুরে। ডে-নাইট।
আজকের বাজার: সালি/ ২৬ ডিসেম্বর ২০১৭