বাংলাদেশ সীমান্তে হাট বন্ধ করে দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য। করোনাভাইরাস আতঙ্কে এটি বন্ধ করা হয়েছে বলে রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন। ভারতের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) এনডিটিভি অনলাইন জানিয়েছে, সীমান্তে বাংলাদেশিসহ যে কোনো বিদেশির শরীরের তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর জানিয়েছে, করোনাভাইরাসের কারণে গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে কাস্টমস ও সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটকদের ত্রিপুরায় প্রবেশের অনুমতি বহাল থাকলেও তাদেরকে কঠোর নজরদারির মধ্যে রাখা হবে বলেও জানানো হয়েছে।
সম্প্রতি আখাউড়া সীমান্তে এক বাংলাদেশির দেহের তাপমাত্রা বেশি থাকায় করোনাভাইরাসের আশঙ্কায় তাকে ফেরত পাঠিয়েছে ত্রিপুরা সীমান্তের কর্মকর্তারা। ওই বাংলাদেশি চট্টগ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আজকের বাজার/শারমিন আক্তার