অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বর্তমানে আমরা তথ্য-প্রযুক্তির যুগে বসবাস করছি। সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে সারাদেশে আইটিসি বিপ্লব শুরু হয়েছে। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ “আইসিটি টাইগার”-এ পরিণত হবে।
২৯ অক্টোবর রোববার রাজধানীর রেডিসন হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইউএনডিপি-বাংলাদেশ যৌথভাবে আয়োজিত “ইমপ্যাক্ট বাংলাদেশ ফোরাম ২০১৭” সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অন-লাইনের মাধ্যমে পেমেন্ট কার্যক্রম চালু হওয়ার ফলে উক্ত খাতে প্রায় ৭৫ শতাংশ ব্যয় হ্রাস পেয়েছে। স্বাস্থ্য খাতের প্রভূত উন্নয়নে তথ্য-প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন,বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা প্রায় ৮ কোটি এবং ৮ বছর পূর্বে এ সংখ্যা ছিল ১ মিলিয়ন। তিনি বলেন, সরকার ২০১৮ সালের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদগুলোতে ইন্টারনেট সংযোগ প্রদান করবে এবং ২০২১ সালের মধ্যে এ খাতে প্রায় ২ মিলিয়ন দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করবে।
আজকের বাজার:এলকে/এলকে ২৯ অক্টোবর ২০১৭