জেলার বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিতে পদদলিত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় নারীসহ অন্তত ১৫ জন। বুধবার বেলা ১২টার দিকে শিবচরের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদশীরা জানায়, সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ছেড়ে আসে শাহপরান নামে একটি ফেরি। অতিরিক্ত যাত্রীদের কারনে পদদলিত হয়ে মাঝ পদ্মায় মারা যায় এক শিশু। পরে ১০টার দিকে শিমুলিয়া থেকে কয়েক হাজর যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরি এনায়েতপুরি। অতিরিক্ত যাত্রীর কারনে ওই ফেরিতে গাদাগাদির সৃষ্টি হয়। মাঝপদ্মায় পদদলিত হয়ে মারা যায় আরো ৪জন। এ সময় আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাদের মধ্যে ১২ জনকে কাঁঠালবাড়িতে অস্থায়ী ক্যাম্প করে চিকিৎসা দেয়। এছাড়া ৩জনকে গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, অতিরিক্ত যাত্রীদের কারনে গাদাগাদিতে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।