রাজধানীর বাংলামোটরে নিজেদের বাসা থেকে এক শিশুর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় বাবা নুরুজ্জামান কাজলকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর কাজলকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল এই আদেশ দেন।
কাজলের স্ত্রী মালিহা আক্তার বুধবার রাতে শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন বলে উপ-পরিদর্শক আসলাম আলী জানিয়েছেন।
বুধবার দুপুরে বাংলামোটর এলাকায় নিজেদের বাসা থেকে সাফায়াত (৩) নামে এক শিশুর লাশ এবং তার ভাই সুরায়েতকে (৫) জীবিত উদ্ধার করে পুলিশ। এর আগে সকাল থেকে বাসাটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সেই সাথে অভিযানকালে বাসায় নিজের দুই শিশু সন্তানকে অবরুদ্ধ করে রাখার অভিযোগে বাবা নুরুজ্জামান কাজলকে আটক করে পুলিশ।
আজকের বাজার/এমএইচ