বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

লুৎফুল কবীর : বাংলামোটরে বাসচাপায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

২৬ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে গাবতলী গামী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে বাংলামোটর মোড়ে একটি রিক্সাকে চাপা দিকে ঘটনাস্থলেই রিক্সার চালক নিহত হন।

পরবর্তীতে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়িকে ধাক্কা দিলে তিনজন পথচারী আহত হন।

আহতদের ঢাকা বেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত এবং আহতদের পরিচয় পাওয়া যায় নি। ঘটনার পর স্থানীয় জনতা বাসটিতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ফলে কিছুক্ষণের জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা বাসের হেলপারকে আটক করেছে। তবে বাসটির ড্রাইভার পালিয়ে গেছে। বাসটির নম্বর ঢাকা মেট্রো ১১২৪২৮

আজকের বাজার : এমএম / ২৬ সেপ্টেম্বর ২০১৭