থিলান সামারাবিরা, বাংলাদেশের ব্যাটিং কোচ। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে তার রেকর্ড কিন্তু দারুণ। ৮১ টেস্টে ৫ হাজার ৪৬২ রান করেছেন, যার গড় ৪৮.৭৬। নিজের ব্যাটিং অভিজ্ঞতা এখন কাজে লাগাচ্ছেন কোচ হিসেবে। বিশ্বসেরা বোলারদের খেলার নানা কৌশল শেখাচ্ছেন তামিম-সৌম্য-সাকিবদের। যিনি বাংলার বাঘদের ব্যাটিংয়ের উন্নয়নে কাজ করে চলেছেন, আমরা কি জানি তার খেলার খবর। মজার হলেও সত্যি শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান ৫৩ ওয়ানডের ক্যারিয়ারে কোনো দিন ছক্কা মারেননি। টেস্টে অবশ্য ৭টি ছক্কা আছে তাঁর।
টেস্টের তুলনায় সামারাবিরার ওয়ানডে ক্যারিয়ারটা সাধারণ মানেরই। ৫৩ ম্যাচে এক হাজার রানও নেই তাঁর। গড় মাত্র ২৭.৮০।
সামারাবিরার জীবনে কোনো দিন ছক্কা না মারার রেকর্ডে যাঁরা চমকে উঠেছেন, অবাক হয়েছেন, তাঁদের জেনে রাখা দরকার, ওয়ানডে ক্যারিয়ারে কখনোই ছক্কা না মারার তালিকায় আছেন আরও তিন ব্যাটসম্যান জিওফ বয়কট, মনোজ প্রভাকর ও ডিওন ইব্রাহিম।
আজকের বাজার: সালি/৬ জুলাই ২০১৭