বাংলার সাবেক ক্রিকেটার গোপাল বসু আর নেই। লন্ডনের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
রোববার (২৬ আগস্ট) ভোর রাতে বাংলার প্রাক্তন এই ব্যাটসম্যানের মৃত্যু হয়৷ খবর আনন্দবাজার।
৭১ বছর বয়সী এই ক্রিকেটার কিডনির সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি লন্ডনে গিয়ে বুকে ব্যথা শুরু হয়। সেখানেই একটি হাসপাতালে ভর্তি করান তার ছেলে অরিজিৎ বসু। রাখা হয় আইসিইউ-তে। রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ তার মৃত্যু হয়।
জানা গেছে, সম্প্রতি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে লন্ডনে বেড়াতে গিয়েছিলেন গোপাল বসু। কয়েক দিন আগে তার শারীরিক সমস্যা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে আইসিইউ-তে রাখা হয়। ৭২ ঘণ্টা থাকার পর চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। কিন্তু রোববার ভোরে অবস্থার অবনতি হওয়ায় তার মৃত্যু হয়।
সাতের দশকে সুনীল গাওস্করের সঙ্গী ওপেনার হিসেবে বিবেচিত হত তাঁর নাম। যদিও নানা কারণে টেস্টে অভিষেক হয়নি। তবে শ্রীলঙ্কায় বেসরকারি টেস্টে খেলেছিলেন। এবং ওপেন করতে নেমে গাওস্করের সঙ্গে ১৯৪ রান যোগ করেছিলেন।
আজকের বাাজার/এমএইচ