পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের সাথে একটি চুক্তি অনুমোদন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ‘এগ্রিমেন্ট ফর মোবাইল ডিভাইস বিজনেস’ নামে এই চুক্তির মাধ্যমে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের গ্রাহকদের মোবাইল ব্রান্ডের বিস্তৃতি, ইলেকট্রনিক ডিভাইস ও এক্সেসরিজ এবং শীর্ষস্থানীয় ইন্টারনেট থিংকস সেবা প্রদান করা হবে।
এই চুক্তির ফলে কোম্পানিটি আশা করছে প্রতি বছর ১২ কোটি টাকা আয় হবে।