করোনাভাইরাস সংক্রান্ত যে কোনো তথ্য আদান-প্রদানে ১২টি হটলাইন নম্বর ঘোষণা করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। অন্যদিকে নম্বরগুলোকে টোল ফ্রি ঘোষণা করেছে বাংলালিংক।অর্থাৎ বাংলালিংক থেকে নম্বরগুলোতে কল করলে গ্রাহককে কোনো চার্জ গুনতে হবে না।
নম্বরগুলো হলো: ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯২৭৭১১৭৮৫।গত ৯ মার্চ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা সম্পর্কিত যে কোনো তথ্য জানানোর জন্যে এই ১২টি নম্বর ঘোষণা করে।বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি করো জ্বর, কাশি, গলা ব্যথা বা শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে অতি দ্রুত আইইডিসিআরের এই হটলাইন নম্বরগুলোতে কল করে জানাতে পারবেন। দেশের তৃতীয় গ্রাহক সেরা অপারেটর বাংলালিংক বলছে, সামাজিক দায়বদ্ধ অপারেটর হিসেবে জনস্বার্থে এই নম্বরগুলোতে বাংলালিংক গ্রাহকদের জন্য টোল ফ্রি সুবিধা প্রদান করছে তারা।এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। সাধারণ সতর্কতা অবলম্বন করেই কেবল এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারে।গ্রাহক বা অন্য যে কারো করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলেও আইইডিসিআরের হটলাইন নম্বরে কল করার অনুরোধ জানিয়েছে বাংলালিংক।
আজকের বাজার/এ.এ