মোবাইল ফোনে বাংলায় একটি খুদে বার্তা (এসএমএস) পাঠাতে ইংরেজির দ্বিগুণ খরচ হয়। কারণ, বাংলায় অক্ষর বেশি হয়ে যায়। এখন থেকে সেই অসুবিধা আর থাকছে না। বরং বাংলায় এসএমএস লেখকদের জন্য অনেক বড় সুসংবাদ। এখন থেকে বাংলায় এসএমএস পাঠানো যাবে ইংরেজির অর্ধেক দামে।
এমনই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বাংলায় প্রতি এসএমএসে খরচ হবে মাত্র ২৫ পয়সা।
এ সংক্রান্ত একটি নির্দেশনা মোবাইল ফোন অপারেটরদের কাছে পাঠানো হয়েছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলায় এসএমএসের ট্যারিফ সর্বোচ্চ ২৫ পয়সা (ভ্যাট ব্যতীত) নির্ধারণ করা হলো। যা আগামী ২০ জুন থেকে কার্যকর হবে।
আজকের বাজার/এমএইচ