বিশিষ্ট কবি ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড. আশরাফ সিদ্দিকী আর নেই। বুধবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতার কারণে তার মৃত্যু হয়।
অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার চিন্ময় জানান, ড. আশরাফ রাত সোয়া ৩টার দিকে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২০ ফেব্রুয়ারি থেকে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে লোকসাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার প্রধান সাহিত্যকর্মের মধ্যে রয়েছে তালেব মাস্টার এবং অন্যান্য কবিতা (১৯৫০), বিষ কন্যা (১৯৫৫), সাত ভাই চম্পা (১৯৫৫), উত্তর আকাশের তারা (১৯৫৮), কুচবরণ কন্যা (১৯৭৬), বৃক্ষ দাও ছায়া দাও (১৯৮৪), ঝড় তুফান (১৯৮৫), দাঁড়াও পথিকবর (১৯৯০)।
১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ড. আশরাফ বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ লোকসংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৯৬৪ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮৮ সালে একুশে পদক অর্জন করেন। তিনি ইউনেসকো পুরস্কারও পেয়েছেন।
ড. আশরাফ সিদ্দিকী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। সূত্র – ইউএনবি
আজকের বাজার / এ.এ