বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও দেশের জনগণকে বাংলায় লেখা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
শুভেচ্ছা বার্তায় সুষমা লিখেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক সাংস্কৃতিক ও সভ্যতাগত। আমাদের অভিন্ন শিল্প, সংস্কৃতি ও সংগীত রয়েছে এবং আমাদের উৎসবগুলোও একসঙ্গে উদযাপন করি আমরা। বাংলা নববর্ষ এমনই একটা উৎসব যা আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে উদযাপন করতে পারি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ স্বাক্ষরিত ওই শুভেচ্ছা বার্তা গত শনিবার পহেলা বৈশাখে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে পাঠানো হয়। শুভেচ্ছা বার্তাটির একই সঙ্গে বাংলা এবং ইংরেজিতে লেখা দুটি কপি ছিল।
এস/