বাংলা ভাষা শিখতে গণ বিশ্ববিদ্যালয়ের ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগে ভর্তি হয়েছেন জাপানের ৩ নাগরিক। তারা হলেন হীতোমী হাসীমোতো, হারু কাৎমাতা এবং কেকো কাৎমাতা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাঃ লায়লা পারভীন বানুর কার্যালয়ে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা।
গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন এবং ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মুহাম্মদ আবু রায়হান এ সময় উপস্থিত ছিলেন।
গণ বিশ্ববিদ্যালয়ে ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগে আরো তিন জাপানিজ শিক্ষার্থী সার্টিফিকেট কোর্স সম্পন্ন করে একই বিভাগে বর্তমানে ডিপ্লোমা কোর্সে অধ্যয়ন করছেন।
এ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এ পর্যন্ত ৮ জন বিদেশী ছাত্র বাংলা ভাষা কোর্স সম্পন্ন করেছেন।
অন্তু/আরএম/