ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং আরব লীগ রোববার বলেছে, তারা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের ‘ইতিবাচক’ ভূমিকা দেখার অপেক্ষায় রয়েছে। খবর এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসন বিষয়ে মিশরের রাজধানী কায়রোতে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও কায়রো ভিত্তিক আরব লীগ প্রধান আহমেদ আবুল গাইত বৈঠক করেন।
এক যৌথ বিবৃতিতে তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন মার্কিন প্রশাসন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করতে সক্রিয় ও ইতিবাচক ভূমিকা রাখবে।
ট্রাম্পের শাসনামলে ভেঙ্গে যাওয়া ফিলিস্তিন ও ওয়াশিংটনের মধ্যেকার সম্পর্ক পুনর্জীবিত করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন আব্বাস। ইসরাইল পন্থী একপেশে নীতির কারণে ফিলিস্তিন ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক ছিন্ন করে।