ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে টেলিফোনে কথা বলেছেন।
উভয়ে অথনৈতিক সহযোগিতা এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করেন।
জেলেনস্কি এক ঘোষণায় এ কথা জানান।
এক টুইট বার্তায় জেলেনস্কি বলেন, ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আমাদের মধ্যে আরেক দফা কথা হয়েছে। আমরা ইউক্রেনকে অর্থনৈতিক সহযোগিতা এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে কথা বলেছি।