করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন ও জনগণকে তাদের নিজেদের এলাকাকে সুরক্ষিত রাখতে কিছুদিনের জন্য বাইরের কাউকে প্রবেশ করতে না দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সকলে মিলে আপনাদের নিজের এলাকা সুরক্ষিত রাখুন। হঠাৎ করে বাইরে থেকে কাউকে আপনাদের এলাকায় প্রবেশ করতে দেবেন না।’ রবিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর সরকারি কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের কথা বলার সূচনা বক্তব্যে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আক্রান্তদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়তের কারণে করোনাভাইরাস বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সুতরাং, আপনার নিজেদের এলাকা সুরক্ষিত রাখুন–অন্তত কয়েক দিনের জন্য। প্রয়োজন ছাড়া কারো এক স্থান থেকে অন্য স্থানে যাবেন না।’
নভেল করোনাভাইরাস অত্যন্ত সংক্রমিত এজন্য সতর্কতা অবলম্বন করা এবং সরকারের দেয়া নির্দেশনাগুলো নিয়মিত মেনে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা অপ্রয়োজনে সব ধরনের চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়ার পাশাপাশি কোভিড-১৯ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য নিজস্ব প্রতিরোধ ব্যবস্থার উপর আরও জোর দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এসময় ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, মাস্ক এবং চিকিৎসা সরঞ্জাম নিরাপদ রাখার উপরও গুরুত্বারোপ করেন তিনি। মেডিকেল বর্জ্য থেকে যাতে এ ভাইরাস ছড়িয়ে না পড়তে পারে সেজন্য সঠিকভাবে চিকিৎসা বর্জ্য অপসারণ ও ডাম্প করার ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকারকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান