‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের জন্মদিন আজ। ৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ২২ বছরে পা দিলেন ‘দ্য ফিজ’। অল্প বয়সেই জাদু দেখিয়ে যিনি ক্রিকেটবিশ্ব মাত করেছেন সেই মুস্তাফিজের জন্ম হয় ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরার এক দরিদ্র পরিবারে।
মুস্তাফিজের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার সতীর্থরা। তাসকিন আহমেদ ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন মুস্তাফিজ। সব সময় তোমার শরীর সুস্থ থাকুক, তুমি আনন্দে থাক এবং অসংখ্য সাফল্য জমা পড়ুক তোমার ঝুলিতে।’
আইপিএল -এ মুস্তাফিজের দল হায়দ্রাবাদ সানরাইজার্স এবং দেশি-বিদেশি অসংখ্য ভক্ত শুভেচ্ছা জানিয়েছে ‘দ্য ফিজ’ এর জন্মদিনে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এবং টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিয়েছে কাটার মাস্টারকে।
আজকের বাজার : এমএম / ৬ সেপ্টেম্বর ২০১৭