বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (বাউয়েট)  কাদিরাবাদ সেনানিবাস ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয় হয়েছে।

দিবসের শুরুতে বাউয়েট ক্যাম্পাসে নব নির্মিত স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করে সালাম প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএইচএম শহীদউল্লাহ, পিএসসি।

অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার, অনুষদের ডিন, অতিরিক্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ প্রামাণ্য চিত্র/ভিডিও প্রদর্শণীর আয়োজন করা হয় প্যানোরমা ভবনের রদে ভো অডিটরিয়ামে। এছাড়া বাউয়েট কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর দোয়া মোনাজাত, ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়। ফ্যাকাল্টি এন্ড অফিসার্স কমপ্লেক্স এবং আবাসিক হলগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

আরএম/