দেশে এখন বাকশালের চেয়েও ভয়ংকর শাসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২১ জুন) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত ‘সংবাদপত্রের কালো দিবসের’ আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, ‘ঘোষণা দিয়ে একদল ঘোষণা করা হয়েছিল। পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে এই কথাগুলো বলা যাবে না, এটা করা যাবে না। টেয়ার ওয়াজ অ্যা স্টেট ল। আইন করে, রাষ্ট্রের বিধান করা হয়েছিল। আজকে কিন্তু একদম পুরো প্রতারণা এবং একটা পুরোপুরিভাবে মানুষকে বোকা বানিয়ে তথাকথিত গণতন্ত্রের একটা ছদ্মবেশ লাগিয়ে, আবরণ লাগিয়ে একই ঘটনা ঘটছে, আরো বেশি রকম করে ঘটছে।’
আরজেড/