‘স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুলা্ই) দিবসটি উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান শোভাযাত্রার উদ্বোধন করেন ও নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।
সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে শোভাযাত্রা বের হয়। পরে ব্রহ্মপুত্র নদের তীরে উপ-উপাচার্যসহ মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা মাছের পোনা অবমুক্ত করেন।
সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক ড. মো. খলিলুর রহমান, একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. এম এ সালাম।
এসএম/