বাখমুতের গ্রাম মুক্ত : ইউক্রেন

ইউক্রেনের সামরিক বাহিনী শুক্রবার বলেছে তারা প্রধান সন্মুখ সারির শহর বাখমুতের কাছের আন্দ্রিভকা গ্রাম পুনরুদ্ধার করেছে। গ্রামটিকে পুনরুদ্ধারের এক দিন পর বিষয়টি জানানো হলো। খবর এএফপি’র।
ইউক্রেনের জেনারেল স্টাফ ফেসবুকে তাদের প্রতিদিনের অপারেশনাল আপডেটে বলেন, প্রতিরক্ষা বাহিনী দোনেৎস্ক অঞ্চলের আন্দ্রিভকা গ্রাম মুক্ত করেছে। সেখানে চালানো অভিযানে শত্রুপক্ষের জনশক্তি ও সরঞ্জামের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং ইউক্রেন বাহিনী দখলকৃত সীমান্তে প্রবেশ করেছে।