ইউক্রেন বাহিনী গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের কাছে ৭ বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে।
ইউক্রেন সোমবার এ দাবি করেছে।
রাশিয়া মে মাসে শহরটি দখলে নিয়েছিল।
উপপ্রতিরক্ষা মন্ত্রী গান্না মালইয়ার টেলিগ্রামে বলেছেন, গত সপ্তাহ জুড়ে অভিযানের অগ্রগতির মাধ্যমে বাখমুত শহরের কাছের সাত বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করা হয়েছে।