ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার (২৪ মে) উত্তর-পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত শুলা এলাকায় এ হামলা চালানো হয়।
ইরাকের জাতীয় নিরাপত্তা সংস্থার দেওয়া বিবৃতি অনুযায়ী, সাকলাউইয়া পার্কের প্রবেশ পথে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এক ব্যক্তিকে আটক করে। এরপরই ওই ব্যক্তি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।
এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে জয় পায় ইরাক। অধিকাংশ ক্ষেত্রে গোষ্ঠীটির পরাজয় ঘটলেও এখনও দেশটির কিছু এলাকায় তারা সক্রিয় আছে।
রাসেল/