ইরাকের রাজধানী বাগদাদে সোমবার রকেটের আঘাতে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে দুই শিশু ও তিন নারী রয়েছে। বাগদাদ বিমানবন্দর লক্ষ্য করে চালানো একটি রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদের বাড়িতে আঘাত হানলে তারা প্রাণ হারায়। বাগদাদ বিমানবন্দরে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে। সেনাবাহিনী একথা জানায়। খবর এএফপি’র।
রকেট হামলা বন্ধ না হলে দেশটি থেকে তাদের ৩ হাজার সৈন্য প্রত্যাহার এবং তাদের দূতাবাস বন্ধ করে দেয়ার হুমকির পর আমেরিকার বিভিন্ন স্বার্থ লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার ক্ষেত্রে এটি সর্বশেষ ঘটনা।