ইরাকের সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রকেট আঘাত হেনেছে। বিমানবন্দরের যে এলাকায় মার্কিন সেনা মোতায়ান রয়েছে সে এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
গত অক্টোবর মাসের শুরু থেকে এ পর্যন্ত ইরাকে এ ধরণের আরো বেশ কটি হামলা হয়েছে।
এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, তবে রকেটের আঘাতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
করোনাভাইরাসের কারণে লকডাউনের অংশ হিসেবে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে। সেখানে করোনা ভাইরাসে ১৩ হাজার আক্রান্ত এবং ৪শ’ জনের মৃত্যু হয়েছে।
সোমবারের হামলাসহ মার্কিন সৈন্য ও কুটনীতিকদের টার্গেট করে গত অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ২৯ দফা হামলা চালানো হয়।
কোনো ব্যক্তি বা গোষ্ঠি এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে ওয়াশিংটন ইরাকের প্রতিবেশি ও মার্কিনীদের ঘোর শত্রু ইরান সমর্থিত সসস্ত্র গ্রুপগুলোকে এই হামলার জন্য দায়ি করেছে।