বিগ বসের ঘর থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত। সেই সম্পর্ক নিয়ে কোনওদিনই সেভাবে মুখ খোলেননি তারা। মাঝে মধ্যেই তাদেরকে একসঙ্গে দেখা গেলেও, সম্পর্ক বা বিয়ে নিয়ে কোনওদিনই মুখ খোলেননি বিগ বসের দুই সাবেক প্রতিযোগী প্রিন্স নরুলা এবং যুবিকা চৌধুরী।
কিন্তু, অবশেষে প্রিন্সের সঙ্গে বাগদান পর্বটা সেরেই নিলেন অভিনেত্রী যুবিকা। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন তারা। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।
প্রায় ২ বছর ধরে ‘ডেট’ করছিলেন প্রিন্স এবং যুবিকা। কিন্তু, নিজেদের সম্পর্কের কথা কখনওই প্রকাশ্যে আনেননি তারা। কিন্তু, আংটি বদলের পর যুবিকা চৌধুরীর পোস্ট এবং তাদের হাসিমুখ যেন সম্পর্কের গোপন সব পর্দা সরিয়ে দিয়েছে।
আজকের বাজার: সালি / ২৪ জানুয়ারি ২০১৮