শরণখোলা থানার ওসি মো. কবিরুল ইসলাম বলেন, হোসনে আরা বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিলেন। এই সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে বলেন, আমি তোমার ছেলের জন্য ঢাকায় থাকতে পারলাম না। এই কথা বলেই তিনি তার ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করেন। হোসনে আরাকে কুপিয়ে তিনি পালিয়ে যান। হোসনে আরার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে চিৎকার শুনে তার স্বামী নূরুল এসে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অসীম কুমার সমাদ্দার বলেন, তার বাম পায়ের হাঁটুর নিচে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা সংকটাপন্ন। রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
জানা যায়, হোসনে আরার ছেলে ফকির মোস্তফা কামাল অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। বর্তমানে তিনি ঢাকায় পোশাক ব্যবসা করেন।
ওসি কবিরুল জানান, পুলিশ হামলাকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।
আজকের বাজার/একেএ