বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছয়জন নিহত হয়েছেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- হেকমত (৫০) ও ফরহাদ (৫০)।
শনিবার সকাল সোয়া ৯টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার কাকডাঙ্গা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফকিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু জাহিদ জানান, সকাল সোয়া ৯টার দিকে লোকাল পরিবহনের যাত্রীবাহী বাসটি খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা বিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে থাকা গাছে আঘাত হানে।
এ সময় ঘটনাস্থলেই পাঁচজন ও পরে ফকিরহাট হাসপাতালে নেয়া হলে আরও একজন নিহত হন। আহত হন বাসের ১৫ যাত্রী। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি আরও বলেন, নিহতদের মধ্যে লোকাল বাসের ড্রাইভারসহ বাসের চার যাত্রী ও দুইজন পথচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের ফকিরহাট হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে।
আজকের বাজার/এমএইচ