বাগেরহাটে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার ২২ এপ্রিল দুপুরে কচুয়া থানার সোলারকোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সরদার শহিদুল ইসলাম (২৮) ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
কচুয়া থানার ওসি কাবিরুল ইসলাম জানান, শহিদুল বাড়ি থেকে বের হয়ে হেঁটে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাতে তিনি রাস্তার ওপর পড়ে যান। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার দাস জানান, শহিদুলকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ছেলের মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে তার ৬০ বছর বয়সী বাবা ইয়াকুব আলী অচেতন হয়ে পড়লে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আজকের বাজার: আরআর/২২ এপ্রিল ২০১৭