বাগেরহাটের রামপালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হায়দার আলী (৪০) নামে এক বনদস্যু নিহত হয়েছেন।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বৈদাসকাথী এলাকায় এ ঘটনা ঘটে।
রামপাল থানার ওসি লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮-এর সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় সেখানে থাকা দস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার জন্য র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান।
কিছুক্ষণ গোলাগুলির পর দস্যুদল পিছু হটলে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় হায়দার আলীর লাশ পাওয়া যায়। এ সময় সেখান থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে জানান ওসি।
আজকের বাজার/আরজেড