ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া গ্রামে বাড়ির পাশে মাছের ঘের থেকে বৃহস্পতিবার সকালে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমি বেগম (২৬) ওই গ্রামের সিদ্দিক শিকদারের স্ত্রী।
সুমি বেগমের মা আকলিমা বেগম জানান, ভোরে নামাজ পড়ে তার মেয়ে ঘর থেকে বাইরে বের হয়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তার মায়ের দাবি।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, গ্রামবাসীদের মাধ্যমে খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ঘেরের পাড়ে একটি নারিকেলের পাতা দিয়ে লাশটি ঢাকা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো এবং এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত করা হয়েছে।