বাগেরহাটে সড়কে প্রাণ গেল ২ যুবকের

প্রতীকী ছবি

মোড়েলগঞ্জ উপজেলার মহেশপুরে বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার মহাদেব সাহার ছেলে স্বপন সাহা (২৫) ও আফজাল খানের ছেলে শাওন খান (২৪)।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুল ইসলাম জানান, মোড়েলগঞ্জ উপজেলার মহেশপুরে বুধবার রাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই একই মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়। আহত হয় অপর মোটরসাইকেলের দুই আরোহী।

আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

ওসি বলেন, ঈদুল ফিতরের ছুটিতে বেড়াতে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই দুই যুবকের।