বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনসহ শনিবার পর্যন্ত বাগেরহাটে মোট এক হাজার ৩৪৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন ৯১০ জন। গত ২৭ দিনে বিভিন্ন দেশ থেকে তিন হাজার ৮৩৩ জন প্রবাসী বাগেরহাটে এসেছেন। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বন্দর দিয়ে দেশে প্রবেশ করার পর প্রবাসীদের তালিকা ইমিগ্রেশন থেকে পাঠানো হচ্ছে। সেই হিসেবে গত ১ থেকে ২৭ মার্চ পর্যন্ত ৩৮টি দেশ থেকে মোট তিন হাজার ৮৩৩ জন প্রবাসী বাগেরহাটে এসেছেন। এদের মধ্যে অধিকাংশই ভারত থেকে ফিরেছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এ পর্যন্ত বাগেরহাট সদর হাসপাতাল এবং শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া চারজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ২৬ বছর বয়সী এক নারী ভর্তি রয়েছেন। ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে এবং এ জেলায় শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেছেন সিভিল সার্জন। সূত্র- ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার