বাগেরহাট জেলা শহর থেকে চার রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের রাহাতের মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃত চার রোহিঙ্গা হলেন – মিনারা, বেবি, সোনা আলী (৬৫) ও তার মেয়ে রাশিদা। অন্যজন বাংলাদেশি। তার নাম মো. ইলিয়াস।
সদর থানার ওসি মাহাতাব উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের রাহাতের মোড়ে সন্দেহজনক ঘোরাঘুরির সময় তাদের আটক করা হয়। এদের মধ্যে মো. ইলিয়াস কক্সবাজারের মহেশখালী উপজেলার জাগিরাঘোনা গ্রামের তোফায়েল আহমেদের ছেলে। ৪ রোহিঙ্গার বাড়ি মিয়ানমারের আরাকান রাজ্যের বিভিন্ন গ্রামে।
আটককৃত রোহিঙ্গাদের টেকনাফে রোহিঙ্গা শিবিরে ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি মাহাতাব উদ্দিন।
আরএম/