বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেয়ে ভারতে ফিরে গেলেন ২৪ জেলে

বাগেরহাট জেলা কারাগারে বন্দী থাকা ২৪ ভারতীয় জেলে সোমবার মুক্তি পেয়ে দেশে ফিরে গেছেন। মুক্তি পাওয়া জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায়। সকালে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের কাছে তাদের হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। এ ব্যাপারে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান জানান, ভারতীয় ২৪ জন জেলে বাগেরহাট জেলা কারাগারে বন্দী ছিলেন। আইনি প্রক্রিয়া শেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তাদেরকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

এর আগে গত বছর নভেম্বরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে দুই দফায় দুটি ট্রলারসহ ভারতীয় ওই ২৪ জেলেকে আটক করে নৌবাহিনী। তাদেরকে বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়। পরে পুলিশ ভারতীয় ওই জেলেদেরকে বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে বিচারক তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ২৯ জানুয়ারি বাগেরহাট জেলা কারাগার থেকে ৬৩ জন ভারতীয় জেলে মুক্তি পেয়ে স্বদেশে ফিরে গেছেন। এছাড়া বর্তমানে ৬৬ জন ভারতীয় জেলে বাগেরহাট জেলা কারাগারে বন্দী রয়েছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান