বাগেরহাট-৩ (রামপাল-মংলা) উপনির্বাচন ২৬ জুন

বাগেরহাট-৩ (রামপাল-মংলা) সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি জানান, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৪ মে, মনোনয়নপত্র বাছাই ২৭ মে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ জুন।

বৃহস্পতিবার (১৭ মে) নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি আরও জানান, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামানকে সেখানকার রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক এমপি পদ ছেড়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হন। এ কারণে আসনটি শূন্য রয়েছে।

আজকের বাজার/একেএ