রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে জনসংহতি সমিতির (জেএসএস) সংস্কারপন্থী গ্রুপের নেতা দুর্ধব চাকমা(৪৫) নিহত হয়েছেন। বুধবার রাতে জেলার বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নে দুর্ধব চাকমার নিজ বাড়িতে এ ঘটনায় তার স্ত্রীও গুলিবিদ্ধ হয়েছেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মঞ্জুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাঘাইছড়ি রুপকারী এলাকায় প্রতিপক্ষের গুলিতে একজন নিহত ও এক নারী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।’ এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছে জেএসএস সংস্কার গ্রুপ। এ ঘটনায় বাঘাইছড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/ আখনূর রহমান